শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৪ এপ্রিল ২০২৪ ১৪ : ২১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করলেন আপ সাংসদ সঞ্জয় সিং। ২০ মিনিট উভয়ের মধ্যে কথা হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপ সাংসদ বলেন, জেল থেকে বের হওয়ার পর লোকসভা ভোটের রণকৌশল কী হবে তা নিয়ে কংগ্রেস সভাপতির সঙ্গে আলোচনা করার দরকার ছিল। পাশাপাশি ইন্ডিয়া জোট কোন কায়দায় বিজেপির মোকাবিলা করবে তা নিয়েও এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। যেখানে জোট হয়েছে সেখানে জোটের প্রার্থীদের জেতানোর জন্য সব ধরণের কাজ করা হবে বলে এদিন জানিয়ে দেন সঞ্জয় সিং। বিজেপির নির্বাচনী ইস্তাহার সম্পর্কে সঞ্জয় সিং বলেন, বিগত ১০ বছরে যারা কিছুই করেনি তাদের নির্বাচনী ইস্তাহার নিয়ে মানুষ ভাবে না। বিগত নির্বাচনী ইস্তাহারের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বিজেপি। তাই ফের একবার নির্বাচনী ইস্তাহারে কী বলা হল তা নিয়ে চিন্তিত নন কেউই। প্রসঙ্গত, ২ এপ্রিল জেল থেকে ছাড়া পান সঞ্জয় সিং। সুপ্রিম কোর্ট আপের এই নেতার জামিন মঞ্জুর করে। তার জামিনের বিরোধীতা করেনি ইডি।